অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েল ফেয়ার অ্যসোসিয়েশন (UUPTWA) এর চতুর্থ জেলা সম্মেলন
রবিবার ১৪ ই জুলাই বারুইপুরের আশাদীপ ভবনে সম্পন্ন হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েল ফেয়ার আ্যসোসিয়েশন (UUPTWA) এর দ. ২৪ পরগনা জেলার চতুর্থ জেলা সম্মেলন।
এই সম্মেলনের প্রধান অতিথি UUPTWA এর রাজ্য কমিটির সম্পাদক ভাস্কর ঘোষ তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের বেতন বৈষম্য ও প্রতিহিংসামূলক বদলির বিরুদ্ধে UUPTWA এর ঐতিহাসিক অনশন আন্দোলনের মাধ্যমে দাবী আদায়, শিক্ষক পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় UUPTWA অভয় গ্রুপ হেল্থ পলিসি চালু করা, সামাজিক কাজে সংগঠনের অগ্রনী ভূমিকা সহ সংগঠনের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন।
পাশাপাশি অনশনের মাধ্যমে আদায় করা প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির অর্ডারের ভুল প্রয়োগ সংশোধনের জন্য নোশেনাল বেনিফিটের দাবীতে আইনি লড়াই আরও তীব্রতর হতে চলেছে বলে তিনি জানান। বকেয়া DA এর জন্য আদালতের রায়ের অনন্ত অপেক্ষায় না থেকে শহীদ মিনারে পাঁচশতাধিক দিন ধরে চলা সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ব্যাপক অংশগ্রহনের আবেদন তিনি জানান।
UUPTWA রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ তার বক্তব্যে শিক্ষার্থীদের হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে শিক্ষা দপ্তরের তুঘলকিপনার তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের নিম্ন মানের পোষাক নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।
সম্মেলন থেকে ছাত্রছাত্রীদের নিম্নমানের পোষাক প্রদানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। স্কুল গুলির আধুনিক পরিকাঠামো, শ্রেণী পিছু শিক্ষক নিয়োগ, যুগপোযোগী সিলেবাস, শিখন-শিক্ষণের মান বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ, পুষ্টি সম্মত মিড ডে মিল প্রদান, দূরবর্তী শিক্ষক দের সুবিধা জনক স্থানে বদলির দাবী সম্মেলন থেকে জানানো হয়।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন UUPTWA গভর্নিং বডির মেম্বার চন্দন চ্যাটার্জী, বেলা সাহা, প্রমুখ। আগামী দিনে জেলায় UUPTWA এর কর্মকান্ডকে ছড়িয়ে দিতে বিবেকানন্দ সাহুকে সভাপতি ও রাইহান মোল্লা, সব্যসাচী হালদারকে যুগ্ম সম্পাদক ও উত্তম বরকে কোষাধ্যক্ষ করে জেলার ৫১ টি চক্রের ৩০৬ জন শিক্ষককে নিয়ে নতুন জেলা কমিটি তৈরী হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊