ঐতিহ্য এবং সংরক্ষণের প্রাথমিক শিক্ষা দিতে এক অসাধারণ প্রদর্শনী

A wonderful exhibition to teach the basics of heritage and conservation

A wonderful exhibition to teach the basics of heritage and conservation







হাওড়ার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরী শিক্ষা নিকেতন হাই স্কুল (বয়েজ) এ গত  ২০শে জুলাই ২০২৪ শনিবার আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়ে গেল "হাওড়া ইতিবৃত্ত" ফেসবুক গ্রুপের তত্ত্বাবোধনে ইতিহাস নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও ঐতিহ্য এবং সংরক্ষণের প্রাথমিক শিক্ষা দিতে এক অসাধারণ "প্রদর্শনী"। পাঠ্যবইয়ে পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চাক্ষুষ করার মাধ্যমে উদ্যোগ বাড়াতে সহযোগিতা করলেন স্কুলের প্রধান শিক্ষক দেবকুমার দাস।


হাওড়ার ইতিবৃত্ত গ্রুপের উদ্যোগে এই ধরনের প্রদর্শনী হাওড়া জেলার এক গর্বের বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'এফেমেরা' বিভিন্ন যুগের যানবাহনের টিকিট ও নথি নিয়ে সৌভিক মুখোপাধ্যায়। এনার সংগ্রহে রয়েছে ট্রামের টিকিট সহ মার্টিন রেলের টিকিট, গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ির লাইসেন্স, বাসের অতীত সময়ের মূল্যের টিকিট ইত্যাদি।

A wonderful exhibition to teach the basics of heritage and conservation


হাওড়ার প্রাচীন পত্রপত্রিকা, দলিল দস্তাবেজ, পুঁথি প্রভৃতি সংক্রান্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংগ্রাহক নবারুণ মল্লিক। এনার সংগ্রহে ছিল চুঁচুড়া বার্তাবহ, দৈনিক চন্দ্রিকা, নিউ দিল্লি থেকে প্রকাশিত হরিজনসেবা হিন্দি পত্রিকা, সংবাদ প্রভাকর সহ বিভিন্ন পত্রপত্রিকা। এছাড়া এনার কাছে ছিল ৯৫ বৎসর পুরাতন ১৩৩৬ বঙ্গাব্দের প্রেমপত্র।

A wonderful exhibition to teach the basics of heritage and conservation


এছাড়াও বিভিন্ন দেশের ছোটবড়, নতুন, পুরাতন ব্যাঙ্ক নোট নিয়ে অনিন্দ্য কর, আলেকজান্ডার ও দ্বিতীয় ফিলিপের মুদ্রা সহ দেশ বিদেশের বহু মুদ্রা ও সঙ্গে বিভিন্ন বিচিত্র আকারের মুদ্রা নিয়ে ছিলেন রাজা পোদ্দার ; দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত বিজ্ঞাপন পোস্টার নিয়ে ছিলেন ইন্দ্রনাথ বাড়ুই এবং বিভিন্ন পোস্ট কার্ড ও ডাকটিকিট নিয়ে ছিলেন সোহান চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হাওড়ার ইতিহাসবিদ ড. সুকান্ত মুখোপাধ্যায়, হাওড়া চর্চাবিদ কল্যাণ দাস প্রমুখ গুণিজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবকুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রেরা এবং ড. কানাইলাল ভট্টাচার্য কলেজের ছাত্রছাত্রীরাও।

A wonderful exhibition to teach the basics of heritage and conservation


এছাড়া প্রতিটি সংগ্রাহকের মুখে বেশ অবাক করা তথ্য ও তাদের সংগ্রহ দ্রব্যের বিবর্তনের ইতিহাস শুনে ছাত্রছাত্রীরা বেশ চমকপ্রদ হয়েছিল। ছাত্রছাত্রীদের মনের মধ্যে বিশেষভাবে দাগ কেটেছে আকবর ও আলেকজান্ডারের পিতা দ্বিতীয় ফিলিপের মুদ্রা, তুলোট কাগজের পুঁথি এবং ভারত সরকারের অধীনস্থ নতুন কিয়দংশ সময়ের জন্য প্রকাশিত আড়াই শত, পাঁচ শত ও এক সহস্রের মুদ্রার কয়েন।


A wonderful exhibition to teach the basics of heritage and conservation

হাওড়ার ইতিবৃত্ত গ্রুপের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান সহ প্রদর্শনী হাওড়া জেলার এক গর্বের বিষয়। এমন প্রদর্শনী হাওড়া জেলা সহ গোটা বাংলায় হওয়া উচিত। যাতে প্রতিটা ছাত্রছাত্রীদের প্রতি ইতিহাস ও সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়তে পারে। আশাকরি এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের মনের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং তার সাথে সাথে শিখতেও সুবিধা হবে। ভারতের প্রথম থেকে 2023 সাল পর্যন্ত মুদ্রা সহ ডাকটিকিট, দলিল দস্তাবেজ, পুঁথি প্রভৃতি রয়েছে, প্রত্যেকটির আসল ঐতিহাসিক দ্রব্য এই প্রদর্শনীতে দেখানো হয়েছে ৷ মনোমুগ্ধকর তথ্য পরিবেশনের মাধ্যমে ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক বিবর্তনের গল্প তুলে ধরা হয় এখানে।




ছবি: সায়নী মন্ডল

লেখা: সায়ন দাস মুখোপাধ্যায়