বাড়ির মধ্যে থেকে গলা কাটা অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে

Burdwan


পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গৃহ বধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা যায় গলাকাটা অবস্থায় ওই গৃহধূকে বাড়িতে পরে থাকতে দেখেন প্রতিবেশীরা তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহটি মেমারি গ্রামীন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের সুলতানপুর এলাকার ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী বয়স আনুমানিক ৪০ বছর। ঐদিন রাত্রিবেলা মিতার বোন ঘরে ঢুকে দেখেন তার দিদি প্রতিমা চক্রবর্তী গলার নলিকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। 


স্থানীয় সূত্রে জানা যায় দেহটির পাশে একটি বটি পড়েছিল প্রাথমিক অবস্থায় জানা গেছে কেউ বা কারা তাকে ওই বটিকরে কোপ দিয়েছেন। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।