১০ই জুলাই ছুটি ঘোষনা রাজ্যের

Nabanna


১০ই জুলাই ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এনআই অ্যাক্টে এই ছুটি ঘোষণা করেছে নবান্ন। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভায় উপ নির্বাচন রয়েছে। তাই কাজের দিন থাকলেও যাতে মানুষ ভোট দিতে যেতে পারে তাই এই বিশেষ ছুটি দেওয়ার কথা ভেবেছে রাজ্য সরকার এমনটাই জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই চার কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি থাকবে। যারা বেসরকারি কাজ করেন তাঁরা পেইড লিভ নিয়ে ভোট দিতে যেতে পারেন। এছাড়াও নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা পরের দিনের জন্য স্পেশাল লিভ নিতে পারবেন।

মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই চার কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন। আগামী ১০ই জুলাই সেই নির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করে বিধায়ক হয়েছে কৃষ্ণ কল্যাণী। পরে যোগ দেন শাসক দলে। লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করেছিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় তাই এই কেন্দ্রে উপনির্বাচন।


২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন মুকুটমনি । কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে দল বদল করে তৃণমূলে যোগ দেন তাঁকেই করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী। মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এই কেন্দ্রেও তাই নির্বাচন।


বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার তাঁকেই প্রার্থী করে জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস।


গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা, অধুনা প্রয়াত সাধন পান্ডে। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জীবনাবসান হয়। সেই কেন্দ্র বিধায়কহীন। সেখানেও হবে ভোট। যদিও এই কেন্দ্রে আইনি জটিলতা ছিল। একাধিক অভিযোগ তুলে আদালতে যান পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।