Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSEDCL: স্বাধীনতার ৭৭ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েও টিকলো মাত্র ৩ মাস !

WBSEDCL: স্বাধীনতার ৭৭ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েও টিকলো মাত্র ৩ মাস !

wbsedcl



WBSEDCL: স্বাধীনতার ৭৭ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা ১ নং ব্লকের গিতালদাহ ২ নং গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন নদী দিয়ে ঘেরা দরিবস ও জারিধরলা গ্রাম। কিন্তু সেই বিদ্যুৎ সংযোগও টিকলো মাত্র তিন মাস।

উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে একাধিক নদী। বাদ যায়নি, দরিবস ও জারিধরলা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা ওরফে মানসাই নদী। আর সেই ধরলার ভয়াল স্রোতে নদীগর্ভে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তারসহ খুঁটি। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহখানেক ধরে আবারো অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার।

বাসিন্দাদের অভিযোগ বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও এখনো মেলেনি সুরাহা। এখনো ভাঙ্গা অবস্থায় নদীর পাড়ে বিপদজনকভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি।

জারিধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ অভিযোগ করে বলেন স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে কিন্তু তারও স্থায়িত্ব হল মাত্র তিন মাস। বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় পড়ে রয়েছে গ্রাম দুটি। বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন বাচ্চাদের পড়াশোনার বিঘ্ন ঘটছে অপরদিকে অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীদের।

তিনি আরো জানান এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েও হয়নি কোন সুরাহা।

যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান আমরা ইতিমধ্যেই সেই এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যেহেতু নদীতে এখনো প্রচুর মাত্রায় জল রয়েছে তাই সেই জল না কমে যাওয়া পর্যন্ত সেখানে কোনভাবেই কাজ করা সম্ভব নয়। নদীর জল কিছুটা কমলেই আমরা পুনরায় কাজ শুরু করে সেই এলাকার বিদ্যুতের সমস্যা সমাধান করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code