ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা কবে? জানালো PSC 

PSC


শেষ হয়েছে লোকসভা নির্বাচন। উঠে গিয়েছে আদর্শ আচরণ বিধি। এবার শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য দুই পরীক্ষা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ ও অপরটি হল মিলেনিয়াস।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার আবেদন গ্রহণ আগেই শেষ হয়েছে। পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রার্থীরা। এবার এল সুখবর। পিএসসি তরফে জানিয়ে দেওয়া হল মিসলেনিয়াস সেপ্টেম্বর মাসে ও ক্লার্কশিপ নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

পিএসসির তরফে জানানো হয়েছে আগামী ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ই নভেম্বর ২০২৪। যদিও সম্ভাব্য তারিখ। কারণবশত তারিখ পরিবর্তন হতে পারে।

জানা যাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্যই ক্লার্কশীপে দুই দিন সময় দেওয়া হয়েছে। ২০২৩ সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় ৭ লাখ ১৪ হাজার ৪১৩ জন দরখাস্ত জমা পড়েছে। মিসলেনিয়াস পরীক্ষার জন্য আবেদন করেছেন ২ লক্ষ ৫৪ হাজার ৩৯৪ জন।