কাজে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৩০ চা শ্রমিক 

Accident


চা শ্রমিকেরা চা বাগানে কাজে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্থ হল ছোট গাড়ি। গাড়িতে থাকা প্রায় ৩০ জন চা শ্রমিক আহত হন। দুর্ঘটনাটি ঘটে চালসা এলাকায়। আহতদের চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।




শুক্রবার সকালে ঘটনাটি ঘটে চালসা - মেটেলি রাজ্য সড়কের চালসা পি ডাবলু ডি বাংলো সংলগ্ন এলাকায়। জানা যায়, এদিন মেটেলি ব্লকের শনগাছি চা বাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িতে করে প্রায় ৪০ জন ঠিকা শ্রমিক কাজের জন্য চিলনি চা বাগানে যাচ্ছিল। যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। 



স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেটেলি থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে বিভিন্ন মহলে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।