T20 WC: ইংল্যান্ডকে হারিয়ে কান্না, ফাইনালেও কি ওপেন করবেন কোহলি? কি জানালো রোহিত
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত। আর ফাইনালে পৌঁছাতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। ড্রেসিং রুমে ফেরার পথে আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন একটি চেয়ারে। তার চোখ ভেজা। বাঁ-হাত তুলে চোখ ঢাকার চেষ্টা। কিছুক্ষণ পরেই রোহিতকে হাসাতে উপস্থিত কোহলি। হেসে ফেললেন তিনি। ২২৬ দিন পর রোহিতের নেতৃত্বে ফের এক বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট টিম। আর তাই হয়তো নিজের আবেগকে আর আটকাতে পারেননি রোহিত।
এদিকে চলতি টি২০ বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ভারতের ওপেনার কিং কোহলি। এবছর এখনও তাঁর ব্যাটে তেমন রান আসেনি। ফলে ফাইনালে কি ওপেন করবে বিরাট এই প্রশ্ন ক্রিকেট অনুরাগীদের মনে ঘোরাফেরা করছে। এর মাঝেই রোহিত জানিয়ে দিলেন আগামী ম্যাচ অর্থাৎ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ওপেন করবেন কোহলি।
রোহিত বলেন, “বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল নিয়ে ভারত অধিনায়ক বলেন, “দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা এ বার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও এক বার খেলতে চাই।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊