ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন সায়ন

Sayani Midda


ব্যবহারের পর আবর্জনার স্তুপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরী শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা পেলো। বিষয় নারীশক্তি।

বছর পঁচিশের সায়ন মিদ্যা। কাকদ্বীপের গণেশ নগর এলাকার বাসিন্দা। ছোট থেকে ছবি আঁকতে ভালবাসে সায়ন। পড়ে থাকা কাগজ পেলেই রং পেন্সিল নিয়ে আঁকিবুকি কাটত। কাদামাটি দিয়ে বানাতো মাটির পুতুল, এবং প্রতিমা। অন্যদিকে বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন। এবারে সায়নের সৃষ্টি, ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তি আঁকা। এটা আঁকতে মোট ৭০ টা ব্লেড ব্যবহার করা হয়েছে। কোন রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন। এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন। তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা।

অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন। সায়ন ছোট থেকে পিসির কাছেই মানুষ। বর্তমানে এলাকার কচিকাঁচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন। সায়ন চায় তার আঁকা ছবি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক।

নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছে সায়ন।