Dinhata News: দিনহাটায় উদ্ধার ভারতীয় জাল টাকা


police



দিনহাটায় উদ্ধার ২লক্ষ ৫৫ হাজার টাকার ভারতীয় জাল নোট,জানালেন এসপি। বৃহস্পতিবার রাত ১১:১০ মিনিট নাগাদ এই খবর জানান।

প্রসঙ্গত গত ২৯শে মে দিনহাটা নকল সোনার বার বিক্রি প্রতারণার ঘটনায় অসমের তিন ব্যক্তি যথাক্রমে সফিকুল ইসলাম, ফকরুদ্দিন,এনামুল হক কে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ।

এরপর দিনহাটা মহকুমা আদালতে সেদিনই তোলা হলে আদালতের বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছে আরোও একটি নকল সোনার বার উদ্ধার করে এবং আরও আটজনকে গ্রেফতার করে দিনহাটা মহকুমা আদালতে হাজির করলে আদালতের বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছে উদ্ধার হয় ২ লক্ষ ৫৫ হাজার টাকার ভারতীয় জাল নোট। জেলা পুলিশ সুপার আরও জানান বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে গ্রেফতার ব্যক্তিদের হাজির করলে মহকুমা আদালতের বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।