Latest News

6/recent/ticker-posts

Ad Code

NEET Scam: এবার নিট নিয়েও দুর্নীতি ! হলফনামা চাইলো হাই কোর্ট

NEET Scam: ডাক্তারির প্রবেশিকা নিয়ে অনিয়মের অভিযোগ, ৭২০ নম্বরে ৭১৮ কী ভাবে! 

NEET Scam



এবার মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (NEET)-এ অনিয়মের অভিযোগ তুলে আবেদন জমা পড়েছে কলকাতা হাই কোর্টে। সে প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র কাছে হলফনামা চাইল হাই কোর্ট। বৃহস্পতিবার ওই আবেদন শোনে বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।


ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১০ দিনের মধ্যে হলফনামা দিতে হবে NTA-কে। আদালত জানায়, এই মামলার রায়ের উপর কাউন্সেলিংয়ের ফলাফল নির্ভর করবে। আগামী দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। এর পরে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবে।


আদালতের নির্দেশ-
  • কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কী ভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধাতালিকা তৈরি হয়েছে, তা প্রকাশ করতে হবে।
  • আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের (NEET) তথ্য সংরক্ষিত রাখতে হবে।
  • জুলাই থেকে নিটের কাউন্সেলিং শুরু হবে।


লোকসভা নির্বাচনের ফলাফলের দিনই প্রকাশিত হয় মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফলাফল। আর এই ফলাফল প্রকাশিত হওয়ার পরই একাধিক অভিযোগ উঠতে দেখা যায়। মূলত যে বিষয়গুলি নিয়ে অভিযোগ-


মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) হয় মোট ৭২০ নম্বরের। এক একটি প্রশ্নের মান চার। আবেদনকারী জানিয়েছেন, নিটের ফলে দেখা গিয়েছে, অনেক পরীক্ষার্থী ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছেন। তাঁর প্রশ্ন, এক একটি প্রশ্নে চার নম্বর করে থাকলে কী ভাবে কোনও পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন। এই বিষয়েই NTA-র হলফনামা চেয়েছে কলকাতা হাই কোর্ট।


শুধু এই নাম্বার নয় আরও অভিযোগ উঠেছে মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) নিয়ে । কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ,নিটে ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বরে ৭২০ পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে ছ’জন একই পরীক্ষাকেন্দ্রের। তিনি এ-ও দাবি করেছেন যে, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই আবহে ৬৭ জনের প্রথম স্থান অধিকার করার বিষয়টি ‘সন্দেহজনক’। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও দাবি করেছেন, নিট পরীক্ষায় ‘দুর্নীতি’ হয়েছে। NTA যদিও এই অভিযোগ মানেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code