Jagadish Chandra Basunia: বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া

Jagadish Chandra basunia


বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আজ কলকাতায় বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার জেলার সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন তিনি। 


সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। প্রথম দফায় ১১ই এপ্রিল ভোটগ্রহন হয় কোচবিহার লোকসভা কেন্দ্রে। গত ৪ই জুন হয় ফল ঘোষনা। ফল ঘোষনা হতেই চমক। বিদায়ী সাংসদ নীশিথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ৩৯২৫০ ভোটে নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের নয়া সাংবদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। 


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। নিশীথে কোচবিহারের মাটিতে হারিয়ে কোচবিহার জেলায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আর এই জয় ঘিরে গোটা কোচবিহার জুড়ে উৎসবের আমেজে মাতে ফল ঘোষনার দিন। সবুজ আবিরে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।


প্রথা অনুযায়ী বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। একজন ব্যক্তি দুই পদে এক সাথে থাকতে পারেননা। তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ পদেই বহাল রইলেন জগদীশচন্দ্র বসুনিয়া। ফলে বিধায়ক শূন্য হল সিতাই বিধানসভা। সিতাই বিধানসভায় বিধায়ক বাঁচতে হবে এবার উপনির্বাচন।