Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত সকালে মধ্য রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ

সাত সকালে মধ্য রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ 

Deadbody rescue


সাত সকালে মধ্য রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম বিধান রায়। বয়স আনুমানিক চল্লিশ বছর।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির মহকুমার সাকোয়া ঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইর হাটের বড়কামাত এলাকায়। পরিবার সূত্রে জানা বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যান পরিবারের সদস্যরা। এরপর মধ্য রাতে স্ত্রী জেগে দেখেন স্বামী বিছানায় নেই। প্রতিবেশীরা খবর শুনে বাড়ির আশপাশে খোঁজাখোঁজি শুরু করেন। 



শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দুরে একটি যাতায়াতের রাস্তার উপর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর চাউর হতেই এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে। তবে কিভাবে মৃত্যু হল তা ধোয়াশার মধ্যে রয়েছে। এলাকাবাসীর অনুমান বিষ পান করে আত্মহত্যা করতে পারেন ঐ ব্যক্তি। 


এলাকাবাসী সূত্রে জানা গেছে বাড়িতে প্রায় সময় অশান্তি লেগে থাকত। শাশুড়ি এবং বৌমার মধ্যে বনিবনা ছিলনা। ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়। পুলিশ ঘটনার স্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code