সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষনা করলেন দীনেশ কার্তিক

Dinesh Karthik


সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষনা করলেন দীনেশ কার্তিক। আগেই অবসরের আভাস দিয়েছিলেন ডিকে। শেষমেষ আজ অফিশিয়াল ভাবে ক্রিকেট জীবনে ইতি টানার কথা জানালেন দীনেশ কার্তিক। পাশাপাশি অন্য চ্যালেঞ্জের পথে এগিয়ে যেতে চান তিনি বলেও জানান।



নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কার্তিক অবসরের কথা ঘোষণা করে ক্যাপশনে লেখেন, “এটা অফিসিয়াল। ধন্যবাদ, কার্তিক।” বিদায়ী বার্তায় তিনি বলেন, “গত কয়েক দিনে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। যাঁরা এত ভালবাসা ও সমর্থন দিয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ। বেশ কয়েক দিন ধরে অনেক ভাবনা-চিন্তা করে মনে হয়েছে, এ বার ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে। আমি অবসর ঘোষণা করছি। খেলার দিন পিছনে ফেলে এ বার নতুন চ্যালেঞ্জের পথে এগিয়ে যাব।”



কোচ, অধিনায়ক, নির্বাচক ও সতীর্থকে ধন্যবাদ জানালেন ডিকে। তিনি আরও বলেন, "ভারতে লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে যে কয়েক জন দেশের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের মধ্যে আমি এক জন। এত দর্শকের ভালবাসা পেয়েছি। সেই জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।”



ক্রিকেট জীবনে বাবা, মা ও স্ত্রীর অবদান জানাতে ভোলেননি কার্তিক। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি এক দিনের ম্যাচ ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন কার্তিক। টেস্টে ১০২৬, এক দিনের ম্যাচে ১৭৫২ ও টি-টোয়েন্টিতে ৬৭২ রান করেছেন তিনি। ১৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৬২০ রান করেছেন কার্তিক।