বরানগর বিধানসভা কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি



বরানগর বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের জয়। বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়। ৮ হাজার ১৮ ভোটে হার বিজেপি প্রার্থী সজল ঘোষের।

আজ একদিকে যখন সারা দেশে নির্বাচন তখন রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা হল। ভগবান গোলা ও বরাণগর। বরাণগরে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। আর এই আসনে জয় লাভ করলেন তিনিই।

তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮ হাজার ১৮ ভোটে হারিয়েছেন। সারা রাজ্যে যখন লোকসভা কেন্দ্র গুলিতে সবুজ আবির উড়ছে তখন বরাণগরেও সবুজ আবির তবে লোকসভার সাথে বিধানসভায় জয়ের আনন্দে।