দিনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার

Rail


দিনহাটা

দিনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার। ঘটনার বিবরণে বৃহস্পতিবার সকাল ৯:৩০ নাগাদ জানা যায় বামনহাট পাথরশন এলাকায় রেললাইনের পাশেই শাক তুলছিলেন ওই বৃদ্ধা। সেই সময় বামনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। 



স্থানীয় এক বাসিন্দা জানান ওই বৃদ্ধার নাম কল্পনা দাস(৬৫), তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। আরো জানা যায় দুই ছেলের মধ্যে এক ছেলে মানসিক ভারসাম্যহীন অপর এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা। 


বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বামনহাট রেলস্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসটি যখন বেরিয়ে যাচ্ছিল, সেই সময় পাথরশন এলাকায় রেললাইনের পাশে শাক তুলছিলেন ওই বৃদ্ধা। ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেননি যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনহাট জিআরপি এবং RPF কর্মীরা এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।