WBCHSE HS Result 2024, WB HS Toppers List 2024  , WB HS Merit List 2024

WBCHSE HS Result 2024, WB HS Toppers List 2024  , WB HS Merit List 2024


গতবছর মোট পরীক্ষার্থী ছিলো ৮২৪৮৯১ জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন। পাশের হার ছিলো ৮৯.২৫%। ছেলেদের ৯১.৮৬, মেয়েদের ৮৭.২৬ শতাংশ পাশের হার। ১১টি জেলায় পাশের হার ৯০%এর বেশি। পাশের হার বেশি ছিলো পূর্ব মেদিনীপুরে। ২৭৩৫৮০ জন ৬০% এর বেশি নম্বর পেয়েছে।


গতবছর উর্দুতে মহম্মদ আসান প্রথম স্থান পেয়েছে রাজ্যে। নেপালি ভাষায় স্নেহা নেপাল প্রথম। ৪৭২ পেয়ে সাঁওতালি ভাষায় প্রথম বিবেক সোরেন, মৌসুমী টুডু, সরস্বতী বাসকে। বাংলা ভাষায় ৮৭ জন রয়েছে প্রথম দশে, হুগলি থেকে ১৮ জন। শুভ্রাংশু সরদার ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম হয়েছিলেন ।


গতবছর ৪৯৫ পেয়ে দুজন দ্বিতীয় হয়, সুশমা খান, আবু সামা। তৃতীয় হয় ৪৯৪ পেয়ে ৪ জন, চন্দ্র বিন্দু মাইতি, অনুসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক।

আজ উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল ঘোষণা হবে। এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

নেপালি ভাষায় ৪৬১ পেয়ে ৩ জন, রোজি খাতুন, মমতা আগরয়াল,ইশান্ত বাস্কে । 

সাওতালি ভাষায়, ৪৬১ পেয়ে 

উর্দূতে মোবাশ্বেরা 

বাংলা ভাষায় ৫৮ জন প্রথম দশে। হুগলিতে ১৩ জন, বাকুড়া ৯ জন, দক্ষিন চব্বিশ পরগনা ৭, কলকাতা ৫ জন, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ৫, কোচবিহার ৩, মালদা ৩ জন, 

সেরা দশে 
রাজ্যে প্রথম অভিক দাস, ম্যাক উইলিয়াম হাইস্কুল ৪৯৬।  
দ্বিতীয় সৌম্যদীপ সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ ৪৯৫
তৃতীয় অভিশেক গুপ্ত, মালদা ৪৯৪
চতুর্থ প্রতীচি রায় তালুকদার ৪৯৩, কোচবিহার, স্নেহ ঘোষ , চন্দননগর 
পঞ্চম , ৪৯২ পেয়ে - সায়ন্তন মাইতি, কন্টাই, সুস্বাতী কুন্ডু বাকুড়া, সুপ্তত্থিতা সরকার মালদা, সৌনক কর, কলকাতা, সানন্দা রায়, বোলপুর, অঙ্কিত পাল, বাকুড়া , অর্নব কর্মকার, মালদা
ষষ্ঠ, রুদ্র দত্ত, হুগলি, মনস্বী চন্দ, কোচবিহার, সৌময়জিত নন্দী, আফ্রিন মন্ডল, অনিমেশ রায়
সপ্তম-৪৯০ সৌমিত তমাল, ঋতব্রত দাস, অঙ্কিতা সরকার, মহম্মদ সেলিম,  
অষ্টম- অর্ঘদিপ দত্ত, সোমশুভ্র সরকার, রোমা কোনার, কৌশিক ঘোষ, সিঞ্চন দত্ত, 
নবম- ৪৮৮ পেয়ে  অন্বেষা দত্ত, পৃথা দত্ত, পৃথিম্বর বর্মন,পবন চক্রবর্তী,কুশল ঘোষ, আদিত্য বন্দ্যোপাধ্যায়, অঙ্কন গোস্বামী, অর্ক সাহা, বৃষ্টি পাল, ইদার আহমেদ

দশম- ৪৮৭  সৃজানি ঘোষ, বৃষ্টি দত্ত, তনিশকা দাস, সোমা ঘোষ, অন্তরা শেঠ, ইন্দ্রানী সেন, সুকৃতি মন্ডল, দেবপ্রিয়া মন্ড, শতপর্না , সোহ্ম মুখার্জী, অনিশ ঘোরাই, শুভজিত ঘোষ, তৌফিক মামহমুদ, সংশপ্তক আদক, অঙ্কিতা ঘোষ (কোচবিহার)