শিলিগুড়িতে জলদূষন! পুরসভার সামনে বিক্ষোভে বিজেপি, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে!
শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে সরবরাহ করা পানীয় জল খেতে নিষেধ করা হয়েছে। সেই জন্য বিরোধীদল গুলি বিক্ষোভ প্রদর্শন করছে। এদিন বিজেপির তরফ থেকে শিলিগুড়ি কর্পোরেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আগেভাগেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
এদিন দুপুরে শিলিগুড়ি পুরো নিগমের সামনে জোরদার বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। শিলিগুড়িতে পুরসভার পানীয় জলে দূষণ। শিলিগুড়ি পুরসভার জল খেতে নিষেধ করেছিলেন খোদ মেয়র। ২ জুন পর্যন্ত শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা জল খাবেন না, আবেদন করেন মেয়রের। ১৫-১৬ দিন ধরে কেন বিষয়টি গোপন করে রেখেছিল শিলিগুড়ি পুরসভা? প্রশ্ন তোলে বিজেপি।
শুক্রবার পুরসভার অফিসে সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির জলসঙ্কটের মোকাবিলা করার জন্য পুরসভার তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, সাংবাদিক বৈঠকে সে সব নিয়েই কথা বলছিলেন গৌতম। এর মাঝেই বাইরে শুরু হয় বিক্ষোভ। বিজেপির বিক্ষোভের কারণে মাঝপথে বৈঠক থামাতে বাধ্য হন তিনি।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে বিজেপির কর্মী-সমর্থকদের। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊