সবটাই ষড়যন্ত্র! হাত রয়েছে শুভেন্দুর! সন্দেশখালি কাণ্ডে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে 

Suvendu-adhikari


লোকসভা ভোটের মধ্যে বহুচর্চিত সন্দেশখালির (Sandeskhali) কাণ্ডে নয়া মোড়। এবার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় একটি স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।


ভাইরাল ভিডিওতে সন্দেশখালির বিজেপির এক নেতাকে বলতে শোনা যাচ্ছে, রাজনীতি করতেই মিথ্যে ষড়যন্ত্রের ছক রচনা করা হয়েছিল। আর সেই ষড়যন্ত্র রচনা করতে যুক্ত আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতিতে।



ভিডিওতে দেখা যায়, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, "তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন, গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা-মোবাইল দিয়ে সাহায্য করেছেন।"


***** ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য। ভাইরাল হওয়া ভিডিও-র ওপর ভর করেই এই প্রতিবেদন।