millet cultivation: মিলেট চাষে আশার আলো
একটা সময় প্রচুর পরিমানে উৎপাদন হলেও আজকের দিনে প্রায় লুপ্ত হয়ে যাওয়া মিলেটকে পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে শ্রদ্ধা এফ পি সি। ইতিমধ্যেই দিনহাটা ২ নং ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি দিনহাটা মহকুমার কিছু কিছু এলাকাতেও মিলেটের চাষ করা হয়েছে।
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেয়ে কৃষকরা যথেষ্টই খুশী। উৎপাদিত মিলেট অনেকাংশেই চলে এসেছে কৃষকের বাড়িতে। কেউ কেউ বিক্রিও করে দিয়েছেন। সর্বোপরি মিলেট চাষের দিকে মানুষের কিছুটাহলেও আগ্রহ বাড়ছে। আশা করা যাচ্ছে, আগামীদিনে এর ব্যাপক চাষ হবে।
মিলেটের জমিতে পরিদর্শন করতে বিভিন্ন অধিকারিকগণ আসছেন। এছাড়াও বিভিন্ন প্রান্তের কৃষকরা দেখতে আসছেন। আজকে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী শঙ্কর সাহা পরিদর্শন করলেন মিলেটের ফিল্ড। শ্রদ্ধা এফ পি সি এর মিলেট বিষয়ক কর্মকান্ড দেখে তিনিও এই কাজের প্রশংসা করলেন।
এ বিষয়ে স্হানীয় শিক্ষক সৈকত সরকার জানান "মিলেট এক সময় প্রচুর পরিমানে চাষ হলেও এখন প্রায় বিলুপ্ত। পরিচিত কিছু মানুষের সাথে কথা বলে তাদেরকে মিলেট চাষ করার অনুরোধ করেছিলাম। ফলস্বরূপ কিছু জমিতে মিলেট দেখতে পাচ্ছি। জমিতে মিলেট দেখে এখন অনেক কৃষক আগামীদিনে এই চাষ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি, আগামীদিনে এই চাষ বাড়বে অর্থাৎ মিলেট ফিরে আসবে আমাদের ঘরে, আমাদের পরিবেশে। মিলেটের খাদ্যগুন সম্পর্কেও মানুষকে বোঝাতে চেষ্টা করছি। আগামীদিনে মানুষ মিলেটে অভ্যস্ত হোক, মিলেটকে আরো বিশদে জানুক,এটাই কামনা করি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊