Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে অবিশ্বাস্য ঘটনা! গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ!

সাতসকালে অবিশ্বাস্য ঘটনা! গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ!

Maa Kali


বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী । বাড়ির সদস্যদের( পরিবারের) লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেড়িয়েছেন । আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ।



ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু'নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে ।সাতগেছিয়া গ্রামের বাসিন্দার চন্দন ব্যানার্জি বাড়িতে । বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে মূর্তি রূপে বাড়িতেই পুজো করেন। তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালী মূর্তি । মঙ্গলবার সকালে তিনি বাড়ি দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন । এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ ।


তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্যদেবী মা কালী, গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন । এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে। সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পূজাও দিয়ে যাচ্ছেন বলে জানালেন পরিবারে পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code