Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job Update: নবোদয় বিদ্যালয়ে একাধিক শূন্যপদে নিয়োগের আবেদন করুন এখুনি

Job Update: নবোদয় বিদ্যালয়ে একাধিক শূন্যপদে নিয়োগের আবেদন করুন এখুনি 


Job alert


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নবোদয় বিদ্যালয় সমিতিতে একাধিক শূন্যপদে নিয়োগের আবেদন করার সময়সীমা বৃদ্ধি করেছে। মোট ১৩৭৭ টি শূন্যপদে আগামী ১৪ই মে পর্যন্ত আবেদন করা যাবে।

প্রার্থীরা তাদের আবেদনপত্র অনলাইনে navodaya.gov.in বা exams.nta.ac.in/NVS-এর অফিসিয়াল ওয়েবসাইটে জমা দিতে পারেন। যোগ্যতার মানদণ্ড, বেতন স্কেল, সংরক্ষণের বিশদ জানতে আপনাকে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

শূন্যপদের বিবরণ

মহিলা স্টাফ নার্স: 121টি পদ

সহকারী সেকশন অফিসার: 5টি পদ

অডিট সহকারী: 12টি পদ

জুনিয়র ট্রান্সলেশন অফিসার: 4টি পদ

আইন সহকারী: 1টি পদ

স্টেনোগ্রাফার: 23টি পদ

কম্পিউটার অপারেটর: ২টি পদ

ক্যাটারিং সুপারভাইজার: 78টি পদ

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: 381টি পদ

ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার: 128টি পদ

ল্যাব অ্যাটেনডেন্ট: 161টি পদ

মেস হেল্পার: 442টি পদ

MTS: 19টি পদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code