ক্যান্সার রোগীদের চুল দান গৃহবধূর
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
নিজের মাথা ন্যাড়া হয়ে ক্যান্সার রোগীদের চুল দান করে নজির গড়লেন বর্ধমানের গৃহবধূর। নারী সৌন্দর্য নারীর মাথার চুল। নারীর একগোছা লম্বা ও রেশমি চুল মানেই এক অপরুপ সৌন্দর্য। কোন নারীকে পছন্দ করার আগে প্রত্যেকটি পুরুষ বা পাত্র পক্ষের চিন্তা ভাবনা থাকে ওই নারীর চুল কেমন হবে।আর এই নারী সৌন্দর্য ভাগ করে নিতে ক্যান্সার রোগীদের নিজের মাথা চুল দান করে নজির গড়লেন বর্ধমান কালনাগেট এলাকার গৃহ বধু লাবনী বৈরাগী কুন্ডু।
লাবনী দেবী বলেন প্রায় বছর দুয়েক আগে একটি রিয়েলিটি শোতে দেখি একটি ছোটো মেয়ে ক্যান্সার রোগীদের জন্য তার মাথার চুল দান করেছেন। এরপর সোশ্যাল মিডিয়াতেও দেখি কয়েজন মহিলা এমনকি কয়েকজন পুরুষও চুল দান করেন।আর এর পর থেকে চিন্তা ভাবনা করতে থাকি।অন্যদিকে ছেলে ছোটো থাকার জন্য একটু সময় নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেয়ার ডোনেশন সোসাইটির সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে সমস্ত চুল তুলে দেন। তিনি আরো বলেন ক্যান্সার একটি মারন রোগ।ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমো দেওয়ার পর ধীরে ধীরে তাদের মাথার চুল উঠতে শুরু করে। একদিকে ক্যান্সারের মতো একটি মারন রোগ অন্যদিকে মাথার চুল উঠে যাওয়া এই দুই নিয়ে ভীষণ ভাবে ভেঙ্গে পরেন আক্রান্তকারীরা। তাই এই মারন রোগে আক্রান্ত কারিদের পাশে থাকতে লাবনী দেবীর এই উদ্যোগ বলে জানান তিনি। এবং এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান লাবনী দেবী।লাবনী দেবীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
লাবনী দেবীর স্বামী সূর্যজিৎ কুন্ডু বলেন বিষয়টি জানার পর ভাবলাম বিষয়টি খুব সুন্দর একটু উদ্যোগ যেহেতু সন্তানের বয়স কম থাকায় একটু সময় নিয়ে ছিলাম এরপরে সঠিক জায়গায় যোগাযোগ করে তবে হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে সাধুবাদ জানিয়েছেন স্বামী।
শাশুড়ি রিনা কুন্ডু বলেন বৌমার এই বিষয়টি আগে জানতাম না।পরে জানার পর একটু খারাপ লেগেছিল।পরে দেখলাম এটা একটা বেশ ভালো উদ্যোগ। প্রতিটি ঘর থেকে যদি এরকম যুবক-যুবতীরা এই কাজের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কিডনিদান বা এই ধরনের আরো কিছু কাজ করে থাকেন তাহলে সমাজ আরো এগিয়ে যাবে বলে জানান রিনা দেবী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊