কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করবার অভিযোগ বিদ্যালয়ের বিরুদ্ধে 

girls students


Sangbad Ekalavya, News Desk:

কোচবিহার: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রায় শতাধিক ছাত্রী, আজ এমনি অভিযোগে উত্তাল হয়ে ওঠে দিনহাটার একটি বিদ্যালয়।

অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় মত কন্যাশ্রী প্রকল্পের k1 ফর্ম সাবমিট না করায় সমস্যায় ছাত্রীরা। আর এর ফলে তারা ভবিষ্যতে কন্যাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এমনটাই আশঙ্কা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এনে গিতালদহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করলেন গিতালদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।

তাদের অভিযোগ কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ করার জন্য তারা বিডিও অফিসে যোগাযোগ করলে বিডিও অফিস থেকে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাদের স্কুল থেকে এখন পর্যন্ত k1 ফর্ম বিডিও অফিসে জমা দেওয়া হয়নি।

ছাত্রীদের আরও অভিযোগ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বারংবার জানিয়েও কোন সুরাহা হয়নি। আর সেজন্যই আজ তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

যদিও এ বিষয়ে গীতালদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দাস বিদ্যালয়ের গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান যখন ফর্ম ফিলাপের সময় চলছিল তখন এই ছাত্রছাত্রীরা অনুপস্থিত ছিল আর এর ফলেই তাদের নাম বাদ গিয়েছে। তিনি আরো জানান আগামী ৪ জুন থেকে পুনরায় এই ফর্ম ফিলাপ শুরু হবে। পাশাপাশি এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুচলেখা দেন যদি ছাত্রীদের টাকা না ঢুকে তাহলে তিনি নিজে সেই টাকা পরিশোধ করবেন।