শিলিগুড়িতে সন্ন্যাসীদের উপর হামলা, পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ
রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, তদন্ত নেমে পাঁচজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। এদিন সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এবং এই বিষয়ে জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP ইস্ট দীপক সরকার।
জানা গেছে ধৃতরা হল শম্ভু দাস,দেবাশীষ সরকার, শম্ভু মাহাতো ,শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। জানা গিয়েছে মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকার থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ তারিখ ভোর রাতে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরো বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে গিয়ে হামলা চালায়।অভিযোগ রয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করবার পর, মারধর করে সন্ন্যাসীদের।এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। এই ঘটনার নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি।
চাপে পড়ে ঘটনায় মূল অভিযোগ থেকে পুলিশ গ্রেপ্তার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে 457,427,325,379,506 ও 120(b)IPC ধারায় মামলা রজ্জু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊