জ্বালানি বৃদ্ধি,গ্যাসের ব্যবস্থা সহ বেশ কয়েক দফা দাবি ডেপুটেশন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজকল্যাণ ইউনিটের

Deputation


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

রান্না এবং পরিবেশনের প্রয়োজনীয় বাসনপত্র। জ্বালানি বৃদ্ধি,গ্যাসের ব্যবস্থা সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে বৃহস্পতিবার পূর্ব জেলা ডিপিও-কে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজকল্যাণ ইউনিটের কর্মীরা ও সহায়িকারা। এদিনের এই কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।


অঙ্গনওয়াড়ি কর্মী, গৌরী সাঁতরা বলেন, ২০১৯ সালে ইউনিফর্ম হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের পক্ষ থেকে শাড়ি দেওয়া হয়েছিল। বেশ কয়েক বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের ইউনিফর্ম হিসেবে আগের মত আর সেই শাড়ি দেওয়া হচ্ছে না। অঙ্গনারী কর্মীদের ফের যাতে ইউনিফর্ম হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে আগের মতো শাড়ি কাপড় দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে সরকারকে।


অঙ্গনারী কর্মীদের আগের নানা ধরনের সুযোগ-সুবিধা থাকলেও বর্তমানে তা বন্ধ। পুনরায় আগের সুযোগ-সুবিধা কে বহাল রাখার দাবি জানিয়ে ছেন অঙ্গনারী কর্মীরা।

গৌরী দেবী আরো বলেন Poshan-অ্যাপসে বিভিন্ন তথ্য আপলোড করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার ব্যবস্থা করা । প্রত্যেক মাসে সবজির টাকা দেওয়া নিশ্চিত করতে হবে। আগে কর্মী হেলপার হিসেবে খাবার পেতেন।কিন্তু Poshan-অ্যাপ আসার পর থেকে তা দেখানোর জায়গায় নেই।