Heat Stroke: হিট স্ট্রোকে মারা যাচ্ছে শ'য়ে শ'য়ে বাদুড় 

Heat Stroke



মে মাসের শেষের দিকে সূর্য্য তার আসল রূপ এমনভাবে দেখিয়ে দিলো যে, তাতে শুধু মানুষই নয়, মৃত্যুর মুখোমুখি পাখিও। রাজপথ যেমন জনমানবহীন, আকাশ থেকে যেনো আগুন ঝড়ছে, আর সেই তাপ প্রবাহ থেকে বাঁচতে মানুষ ঘর থেকে দিনের বেলায় বের হচ্ছে না। কিন্তু পাখি? কোথায় নেবে আশ্রয়? এমন তপ্ত আবহাওয়ায় অসহায় হয়ে মৃত্যু কোলে ঢলে পড়ছে।


তাপ এতটাই বেড়েছে যে মানুষের পাশাপাশি মারা যাচ্ছে পশুপাখিও। সম্প্রতি ঝাড়খণ্ডের চাতরা জেলায় গরমের কারণে অনেক বাদুড় মারা গিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি মিডিয়া রিপোর্ট অনুসারে, ঝাড়খণ্ডের চাতরা জেলায় গরমে বাদুড়ের মৃত্যুর তথ্য সামনে এসেছে। জানা গেছে, গত দুই দিনে তাপ এতটাই তীব্র হয়েছে যে পশু-পাখি মারা যেতে শুরু করেছে। মঙ্গলবার চাতরা জেলায় তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যার জেরে জেলার পাঠালগড্ডায় প্রচণ্ড গরমে অর্ধশতাধিক বাদুড়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে তথ্য দিতে গিয়ে বিভাগীয় বন কর্মকর্তা মুকেশ কুমার বলেন, তাদের (বাদুড়) বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় তিনি খুবই মর্মাহত বলে জানিয়েছেন।

হিটস্ট্রোকে আক্রান্ত পাখিদের বাঁচাতে প্রতিনিয়ত ব্যস্ত বন বিভাগের দল । তথ্য অনুযায়ী, অনেক জায়গায় গ্রামবাসীরা গাছ থেকে পড়ে থাকা বাদুড়দের জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত কয়েকশ বাদুড় মারা গেছে বলে জানা গেছে, গাছে থাকা কয়েকটি বাদুড় গরম ও তৃষ্ণায় পড়ে গিয়ে ভুগছে।

উত্তর ভারতের অনেক রাজ্যে, তাপমাত্রা 45 ডিগ্রির উপরে রয়েছে। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক হচ্ছে। গত কয়েকদিনে রাজস্থান থেকে দিল্লি ও অন্যান্য রাজ্যে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটেছে।