নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছয় বছরের শিশু



নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছয় বছরের শিশু ।



রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর কাবিলপুর তেজ রায়পুর ফেরিঘাটের পাশে।



স্থানীয় সূত্রে জানা যায় দুপুর ১২ টা নাগাদ আরিয়ান শেখ নামের ছয় বছরের শিশু তার ফুফার সঙ্গে নদীতে স্নান করতে আসে , হঠাৎ অসাবধানতাবশত পা ফসকে নদীতে তলিয়ে যায় ওই শিশু । 



ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তলিয়ে যাওয়া শিশুকে খোঁজাখুঁজি শুরু করে, তড়িঘড়ি সাগরদিঘী থানায় খবর দিলে সাগরদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় খবর দেয় ডুবুরি টিমকে ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে সাগরদিঘী থানার পুলিশ ।



তলিয়ে যাওয়া শিশুর নাম আরিয়ান শেখ বয়স ছয় বছর, তার বাড়ি কাবিলপুর মাঠপাড়া এলাকায়,তাঁর পিতার নাম জিয়ারুল সেখ, পিসার সঙ্গে গঙ্গায় স্নান করতে এসে ঘটে বিপত্তি। শিশু তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া।