দিলীপ ঘোষ হার মেনেছে, তাই পার্টি অফিসে এসে অভিনন্দন জানিয়েছেন: কীর্তি আজাদ 


Kirti Azad



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

দিলীপ ঘোষ হার মান চুকা হ্যায় ও হামারা তৃণমূল পার্টি অফিস মে বাধাই দেনে কে লিয়ে গায়া থা, বর্ধমান টাউন হল ময়দানে হিন্দি ভাষী মানুষেদের সাথে সাংগঠনিক বৈঠক শেষে বললেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।



এই দিন সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে একপ্রকার বিরক্ত প্রকাশ করে কীর্তি আজাদ বলেন দিলীপ ঘোষ ছাড়া অন্য প্রশ্ন থাকলে করুন। দিলীপ ঘোষ কে পাগল বলেও কটাক্ষ করেন কৃতী আজাদ।



সাংগঠনিক সভার মঞ্চ থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও এক হাত নেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ-কে। খোকন দাস বলেন মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ মেদিনীপুরের পাঁচ বছর যাবত কিছু কাজ করেনি। কলকাতার সল্টলেকে থাকে খেলার মাঠে প্যারেড করে আর দোকানে দোকানে গিয়ে শুধু চা খায়। আমাদের সুবিধা হয়েছে, বর্ধমানেও তাই করছেন দিলীপ ঘোষ।এতে চা ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে। 



খোকন দাস এই দিন আরো বলেন যারা ভোটের সময় আসে আর পরে কাউকে দেখা যায় না সেই লোককে কেন ভোট দেবেন। পাঁচ বছর মেদনীপুরে থেকে কোন কাজ না করে দল মনে করেছে এবার দিলীপ ঘোষ বাঘের মুখে যাক। তাই জেনে বুঝে বাঘের মুখে দিলীপ ঘোষকে ফেলেছে তার দল।