Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনে দুপুরে চুরি শিলিগুড়ি শহরে, বাড়ি থেকে খোয়া গেল কয়েক ভরি সোনা

দিনে দুপুরে চুরি শিলিগুড়ি শহরে, বাড়ি থেকে খোয়া গেল কয়েক ভরি সোনা

Theft house


দিনে দুপুরে চুরি শিলিগুড়ি শহরে। শিলিগুড়ির গোঁসাইপুরের মুলাইজোত এলাকায় এক বাড়ি থেকে দিনে দুপুরে সোনা-দানা চুরির খবর। আর এই খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।



জানা গেছে, বাপ্পা ঘোষ ও রিয়া ঘোষ নামে এক দম্পতির বাড়িতে দিনে দুপুরে এই চুরির ঘটনা ঘটে। বাপ্পা ঘোষ বাসায় ছিল না এদিকে বাড়িতে তালা মেরে ব্যাঙ্কের কাজে চলে যান রিয়া ঘোষ। আর এর মধ্যেই ঘটে এই ঘটনা। বাড়ি ফিরে রিয়া ঘোষ দেখতে পান লকারে রাখা একটা সোনাও নেই। ঘটনার জানাজানি হতে প্রচুর মানুষ ভিড় জমায় সেই বাড়িতে।



তবে খুব চালাকির সাথে যারা এই কাজ করেছে তারা তালা ভাঙেনি সম্ভবত পাশে থাকা সুপারি গাছ দিয়ে ছাদে উঠে বাড়িতে প্রবেশ করেছে বলে প্রাথমিক অনুমান সকলের। এমনকি বাড়ির মধ্যে থাকা অন্যান্য আসবাবপত্রে থাকা কোনো দামি জিনিস বা টাকা পয়সায় হাত দেয়নি তারা। শুধুমাত্র গহনা নিয়েই চম্পট দিয়েছে। 

গহনা নেওয়ার সময় একটা কানের দুল ফেলে গেছে। দম্পতির দাবি কয়েক ভরি সোনা ছিল সবটাই চুরি হয়ে গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্তে নেমেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code