উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ফোনে খুনের হুমকি! 

Udyan Guha


কনভয়ে হামলার পর এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে টেলিফোনে খুনের হুমকি অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফারাক্কার এক যুবকের বিরুদ্ধে।



উদয়ন বাবু অভিযোগ করে জানান, বুধবার রাত আনুমানিক ১০টা ৪১ নাগাদ প্রচার করে ফেরবার সময় তার মোবাইলে একটি ফোন আসে। অভিযোগ অনুযায়ী সেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে। এবং শেষে দিনহাটায় ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী।



মন্ত্রী সূত্রে জানা গেছে যে নাম্বার থেকে ফোন কল এসেছিল সেটি ফারাক্কায় রেজিস্টার। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজ্য পুলিশের উপরেই আশা রাখছে মন্ত্রী উদয়ন গুহ। এমনকি সূত্রের খবর এক যুবককে আটকও করেছে পুলিশ।



রাজ্য রাজনীতিতে শিরোনামে দিনহাটা। নির্বাচনী আবহে দিনহাটায় দুই মন্ত্রীর সামনাসামনি রাগারাগির পর কোচবিহারের ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। অপরদিকে বিজেপিও হামলার অভিযোগ তোলে। এবার উন্নয়ন মন্ত্রীকে খুন করার হুমকি।