Latest News

6/recent/ticker-posts

Ad Code

Loksabha Election 2024: ভোট শুরুর ২ ঘন্টার মধ্যে ২৪১টি অভিযোগ !

Loksabha Election 2024: ভোট শুরুর ২ ঘন্টার মধ্যে ২৪১টি অভিযোগ !
 
women cast vote



প্রথম দফা ভোট গ্রহনের পর আজ চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন প্রক্রিয়া। রাজ্যের তিন লোকসভা কেন্দ্র বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিংয়ে আজ ভোট গ্রহন। সকাল থেকেই বুথে বুথে মানুষের উপস্থিতি চোখে পড়ছে। তীব্র গরমে সকাল সকাল ভোট দিতেই বুথমুখী মানুষ।

এদিকে ভোট গ্রহন শুরুর দুই ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ জমা পড়লো নির্বাচন কমিশনে। জানা যাচ্ছে ২৪১টি অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে।

এনজিআরএসে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২০১টি। অভিযোগ গুলির মধ্যে দার্জিলিং থেকে ২১ টি, রায়গঞ্জ থেকে ১০৩ টি, বালুরঘাট থেকে ৭৭টি অভিযোগ জমা পড়েছে। এখনও পর্যন্ত সমাধান করা হয়েছে ৪৩টি বলেই খবর ।

সিভিজিলএ অভিযোগ মোট ২৩। দার্জিলিং থেকে ৬টি।রায়গঞ্জ থেকে ১১টি।বালুরঘাট থেকে ৬টি।সিএমএসএ থেকে মোট ১৭টি। দার্জিলিং থেকে ৬টি । রায়গঞ্জ থেকে ৪টি। বালুরঘাট থেকে ৭টি। এর মধ্যে বিজেপির থেকে ৬টি এবং তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code