Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kunal Ghosh : কুনাল ঘোষকে শোকজ তৃণমূলের

Kunal Ghosh : কুনাল ঘোষকে শোকজ তৃণমূলের


Kunal

শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়েছেন কুনাল ঘোষ। আর তারপরেই দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ। তৃণমূলের লোকসভার নেতা ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করেন কুণাল ঘোষ। সুদীপ বনদ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেন কুণাল ঘোষ। আবার বিজেপির লোক বলেও আক্রমণ করেন তিষি। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মহিলা প্রার্থীর পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। এতকিছুর পরেও মন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রণে কর্মীসভায় উপস্থিত ছিলেন তিনি। তারপরেই তাঁর কাছে এল শোকজ-বার্তা।



কুণাল ঘোষের লাগাতার আক্রমণ নিয়ে এখনও মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের কারণে এবার কুনালকে শোকজ নোটিশ দিল তৃণমূল। তাপস রায়কে দলে রাখতে দৌত্যের সময়ই শোকজ-বার্তা পান কুনাল। এমনকি সুব্রত বক্সীকেও শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি তাপসের। চিঠি পড়ে মন্তব্য করব, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। দল ব্যবস্থা নিলে তিনি প্রস্তুত, সে-কথাও জানান কুণাল।



এদিকে, সুদীপকে নিয়ে সরব হওয়া তাপস রায়ও দল ছেড়েছেন। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকেও। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। সম্প্রতি কুনাল ঘোষ লাগাতার আক্রমণ করে আসছেন সুদীপকে। ED-র ডিরেক্টর ও CBI সদর দফতরকে ট্যাগ করে তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানান তিনি। বিজেপির সাথেও সুদীপের যোগাযোগ আছে বলে দাবি করেন কুনাল। সুদীপের ( Sudip Banerjee ) বিরুদ্ধে মুখ খোলায় এবার কুণাল ঘোষকে ( Kunal Ghosh ) । কেন দল বিরোধী মন্তব্য করেছেন, জবাব দিতে হবে কুণালকে, এই মর্মে এসেছে চিঠি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code