Latest News

6/recent/ticker-posts

Ad Code

উর্ধাঙ্গে নেই পোশাক শুধুই ফুল, সোহিনীর বোল্ড লুক ভাইরাল

উর্ধাঙ্গে নেই পোশাক শুধুই ফুল, সোহিনীর বোল্ড লুক ভাইরাল 

Sohini Sarkar


বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলে কথা। সোহিনীর সঙ্গে শোভনের প্রেম মাখোমাখো পর্যায়ে। এর মাঝেই আবার সোহিনীর বোল্ড ফটোশ্যুট ভাইরাল।

Sohini Sarkar



সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোহিনী সরকার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিতে দেখা যায় উর্ধ্বাঙ্গে নেই কোনো পোশাক শুধু ফুলের মালায় ডেকেছেন শরীর।

Sohini



সাদা রজনীগন্ধার মালা পরে রয়েছেন তিনি। পরনে রয়েছে একটি লাল রঙের ঘাগরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই নেটপাড়ায় হই হই পড়ে গিয়েছে।

Sohini



এর আগে এরকম ছবিতে কখনও দেখা যায়নি সোহিনীকে। এবার সাহসী এই লুক ভাইরাল নেট দুনিয়ায়। ইতিমধ্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।



টলিপাড়ায় এখন বেশ জনপ্রিয় সোহিনী সরকার। এক আকাশের নীচে টেলি সিরিয়াল দিয়ে প্রথম সোহিনীর আত্মপ্রকাশ। বাংলা ছবিতে কাজ করেন সোহিনী। এবং অল্প সময়ের মধ্যেই বাংলা ছবিতে নাম করে ফেলেছেন তিনি। কয়েকদিন আগে ব্যোমকেশ বক্সির দুর্গরহস্য ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code