Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের মিছিলে বিজেপি বিধায়ক, মুকুটমণি যোগ দিলেন তৃণমূলে!

তৃণমূলের মিছিলে বিজেপি বিধায়ক, মুকুটমণি যোগ দিলেন তৃণমূলে! 

Mukutmani join bjp


নারী দিবসের মিছিলে মমতা-অভিষেকের সঙ্গে হাঁটলেন মুকুটমণি অধিকারী। বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী। Election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন বরাণগরের বিধায়ক তাপস রায়। আর ঠিক তার পরের দিনেই নারী দিবসের মিছিলে দেখা গেল বিজেপি বিধায়ককে। অভিষেক-মমতার সাথে মিছিলে হাঁটছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) মুকুটমণি অধিকারী।



পরে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মিছিলেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন মুকুটমণি। পরে ধর্মতলার মঞ্চে শশী পাঁজার হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শাসক শিবিরে। এর ফলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন খেলা দেখালেন অভিষেক। একদিকে তাপস দল ছাড়লো অন্যদিকে মুকুট যোগ দিল। আর দুজনই বিধায়ক।



নারী দিবসের প্রাক্কালে আজ বিশাল পদযাত্রা আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান‌্য শীর্ষ নেতৃত্ব এদিন মিছিলে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code