Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্র ও রাজ্য সরকারের নয়া বাজেটের বিরোধীতায় পথে নামলো SFI

কেন্দ্র ও রাজ্য সরকারের নয়া বাজেটের বিরোধীতায় পথে নামলো SFI

SFI protest


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

কেন্দ্র ও রাজ্য সরকারের নয়া বাজেটের বিরোধীতায় পথে নামলো এস এফ আই।এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের পাশাপাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাশেই পোড়ানো হয় বেশ কিছু নথি।রাজ্য শিক্ষ্যা ক্ষেত্রে ব্যায় বৃদ্ধির দাবিতে এই বিক্ষোভ।




বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে রাজ্যের উন্নতি সাধনে এবং নারী ক্ষমতায়ন বৃদ্ধির কারণে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। শিক্ষা থেকে স্বাস্থ্য, নাগরিক পরিষেবার ক্ষেত্রে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক প্রকল্প চালু করা হয়েছে। 



গরিব এবং মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে এবারে বাজেটও পেশ করা হয়েছে।রাজ্য সরকারের এই বাজেটে রাজ্য শিক্ষ্যা ক্ষেত্রে ব্যায় বৃদ্ধির দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ বলে জানান এস এফ আই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code