Latest News

6/recent/ticker-posts

Ad Code

Narendra Modi: বাংলা সফরে মোদী, এক সপ্তাহেই তিনবার!

বাংলা সফরে মোদী, এক সপ্তাহেই তিনবার!


Modi
আসছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কটা দিন বাদেই শুরু হতে চলেছে মার্চ মাস। মার্চেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনার কথা বলে সূত্রের খবর। তার মধ্যেই এক সপ্তাহে তিনবার রাজ্য সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



সূত্রের খবর, আগামী ১লা মার্চ আরামবাগে (Arambag) সভা করতে বাংলায় আসছেন মোদী। আর এরপর ২রা মার্চ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদি। আর ৬ তারিখ বারাসতে সভা। ফলে এক সপ্তাহে তিনবার বঙ্গ সফরে মোদি। মার্চেই বেজে যেতে পারে ভোটের দামামা এমনটাই মনে করা হচ্ছে।



একটি সূত্রের খবর, ১ তারিখ নরেন্দ্র মোদি আরামবাগে সভা করবেন। ওইদিনই দিল্লি ফিরে যাবেন। আবার ৬ তারিখ আসবেন বারাসতে। আবার একটা সূত্রের দাবি ১ ও ২ দুইদিনেই বঙ্গে থাকবেন মোদী। যেহেতু ১ ও ২ মার্চ পরপর সভা সেদিক থেকে তিনি ১ তারিখ সভা করে দিল্লী ফিরবেন নাকি না ফিরে ২তারিখ সভা করে তারপর ফিরবেন তা এখনও স্পষ্ট নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code