বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার টাকা, ভোটের আগে বড় ঘোষনা রাজ্য সরকারের
সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে চমক দিয়ে লক্ষ্মীভাণ্ডারের টাকা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ বিধানসভায় বাজেট পেশ হয় । আর সেই বাজেটে 'লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০ করার পাশাপাশি জনজাতি মহিলাদের ক্ষেত্রে ভাতা হল ১২০০ টাকা। ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা।
[ads id="ads1"]
বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট নিয়ে জোর জল্পনা ছিল। অনেকেই মনে করছিল বাড়তে পারে লক্ষ্মীভাণ্ডারের ভাতা। আর ঠিক হলই তাই। বাড়লো লক্ষ্মীভাণ্ডারের ভাতা। অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।'
[ads id="ads2"]
২০২১ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। ২০২৪ লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। পাশাপাশি আরও বড় খবর। ৬০ বছর পার হলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊