Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCHSE: এ বছর থেকেই উচ্চ মাধ্যমিকে নতুন পাঠ্যক্রম?

WBCHSE: এ বছর থেকেই উচ্চ মাধ্যমিকে নতুন পাঠ্যক্রম?

semester-system-in-higher-secondary-course-may-start-from-this-year


আগেই জানা গিয়েছিলো বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। প্রায় ১০ বছর পরে আসতে চলেছে এই বদল। জানা যাচ্ছে সিবিএসই এর ধাঁচে এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস হচ্ছে রাজ্যে। জানাগেছে মোট ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)। এবার মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সম্মতি পেলেই পাল্টে যাবে পাঠ্যসূচী,তবে শুধু পাঠ্যসূচীই নয় বদলে যাবে পাঠক্রমও।



সূত্রের খবর ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ, দ্বাদশ শ্রেণিতে চালু হতে চলেছে নয়া সিমেস্টার পদ্ধতি। সে ক্ষেত্রে যারা মাধ্যমিক পাশ করতে চলেছে, তারা নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে দুই বছরে মোট চারটি পরীক্ষা দেবে।


জানাগেছে, দ্বাদশ শ্রেণির দু’টো সিমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। একাদশ শ্রেণির দু’টি সেমেস্টার নেবে স্কুল। সংসদের নিয়ম মেনে। দ্বাদশ শ্রেণির দু’টি সেমেস্টার নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সংক্রান্ত নতুন পাঠ্যক্রমের পরিকল্পনা ইতিমধ্যে বিকাশ ভবনে পাঠিয়েছে। জানাগেছে বিকাশ ভবন এই ভাবনায় সম্মতি দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিধানসভার অধিবেশন শেষ হলে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। আর তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code