ভাইকে ছুরি মারার অভিযোগ দাদার বিরুদ্ধে 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান।:-

ভাইয়ের সাথে বাইক এক্সিডেন্টের কারনে ছুঁড়ি মারির অভিযোগ দাদার বিরুদ্ধে।রক্তাক্ত যুবকের চিকিৎসা চললো বর্ধমান হাসপাতালে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোদা এলাকায়।অভিযুক্তর নামে অভিযোগ দ্বায়ের বর্ধমান থানায়।ঘটনার য়াতে পূনরা বৃত্তি না ঘটে সেই কারনে পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়।




প্রায় মাস দুয়েক আগে বাইক চালানোর সময় প্রতিবেশি যুবক সেখ আশিপের‌ সাথে বাইকে এক্সিডেন্ট হয়।সেই সময়ে কোনোরকম মিটে গেলেও সেখ আশিফ এবং তার বাবা প্রানে মারার হুমকি দেয় বলে অভিযোগ।এরপর‌ গত দু-তিন দিন আগে আরিফ বর্ধমানে আসে।গতকাল রাতে সেখ ফিরোজ এবং তার‌ এক বন্ধু বাইক নিয়ে বেড়লে পিছন দিক থেকে সেখ আরিফ,সেখ ফিরোজ এবং তার বন্ধুকে ছুঁড়ি মারে বলে অভিযোগ করেন।ছুঁড়ির আঘাতে জখম হন সেখ ফিরোজ এবং তার‌ বন্ধু।আহত দুই যুবককে রক্তাক্তবস্তায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডাক্যাল কলেজ হাসপাতালে।



আজ সেখ আরিফ,এবং সেখ আশিফের নামে বর্ধমান থানায় অভিযোগ দ্বায়ের করা হয়।ঘটনার পূনরা বৃত্তি যাতে‌ না ঘটে সেই কারনে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।অভিযুক্তর খোঁজে‌ তল্লাশি শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।