সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিজেপির কোচবিহার এসপি অফিস ঘেরাও অভিযানে তুলকালাম


bjp



কোচবিহার:

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে কোচবিহার এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই অভিযানকে কেন্দ্র করে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এসপি অফিসে রীতিমতো পুলিশ মোতায়েন ছিল এবং দুটো ব্যারিকেড করা হয়েছিল এসপি অফিসের সামনে।

এদিন দেখা যায় বিজেপির কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙ্গে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তারপর পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।

এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন আমরা আজকে এসপি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে কিন্তু তারপরেই পুলিশের যেরকম আচরণ দেখা গেল তাতেই মানুষের মধ্যে স্পষ্ট ভাব চলে আসে যে তৃণমূলের দলদেশে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন।

এ বিষয়ে সুকুমার রায় আরো বলেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু তারপরেই পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছিল এতেই বোঝা যায় বিরোধী কোন দলনেতা যাতে সন্দেশখালিতে যেতে না পারে তার প্রতিবাদ করতে না পারে সেই কারণ ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।