তুফানগঞ্জ ১ নং ব্লকে ২৪ ঘন্টা বনধের ডাক দিলেন তৃণমূল জেলা সভাপতি

tufanganj


কোচবিহার:

মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন , বিজেপির উস্কানিতে এই মৃত্যু হয়েছে। তুফানগঞ্জ নাটাবাড়ির ঘটনায় এমনটাই অভিযোগ তুলে তুফানগঞ্জ ১ নং ব্লকে ২৪ ঘন্টা বনধের ডাক দিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


উল্লেখ্য তুফানগঞ্জ নাটাবাড়িতে বাঁশঝাড় কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের জেরে মৃত্যু হয় একজনের। আহত আরও পাঁচ জন। ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ চারজনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে তুফানগঞ্জ থানার অন্তর্গত নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ী মোড় এলাকার ঘটনা।


জানা গিয়েছে, বাঁশকাটাকে কেন্দ্র করে প্রতিবেশী তপন দাস, রাধাকান্ত দাস বনাম অখিল দাস ও অনিল দাসের মধ্যে তুমুল বচসা বাঁধে। নিমিষেই তা হাতাহাতি তে  পৌঁছায়। দুই পক্ষের গন্ডগোলে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তপন দাসের (৩৩)। ঘটনায় কোচবিহার মেডিকেল কলেজ ও তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আরো চার জন। 


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুপার জানিয়েছেন,  ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত সহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায় ।