বড় ধাক্কা বিজেপি শিবিরে, উদয়নের হাত ধরে তৃণমূলে যোগদান কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষের
বিজেপি শিবিরে বড় ধাক্কা, বিজেপি জেলা সাধারণ সম্পাদক ফিরে এলেন তৃণমূলে। বড়সড় ভাঙ্গন বিজেপি শিবিরে। ২৪ ঘন্টা আগেও বিজেপির যে জেলা সম্পাদক জয়দীপ ঘোষকে দেখা গিয়েছিল সুকান্ত মজুমদারের পাশে, ২৪ ঘন্টার মধ্যে তিনি হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। তার হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উদয়ন বাবু বলেন, পরিবারে থাকতে গেলে একটা মনোমালিন্য হয়, সেটাই হয়েছিল। সবকিছু ভুলে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটাই সবথেকে বড় কথা।
পাশাপাশি যোগদান করে জয়দীপবাবু বলেন, যা বলার মন্ত্রী মশাই বলেছেন। আমার নতুন করে বলার কিছু নেই দিনহাটা ফিরে গিয়ে সংগঠনের সাথে আলোচনা করব এবং পরবর্তীতে দিনহাটায় তৃণমূল কংগ্রেস এবং মন্ত্রী উদয়ন গুহ যেভাবে কাজ করতে বলবেন সেভাবে সংগঠনের কাজে এগিয়ে নিয়ে চলবো। আর এই যোগদানকে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
মূলত দিনহাটা রাজনীতির ক্ষেত্রে জয়দীপ ঘোষ একটি বড় নাম। ২০১৬ সালের সময় থেকে উদয়ন গুহর ডান হাত হিসেবে পরিচিত জয়দীপ ঘোষ হঠাৎ করেই ২০২১ সালে তৃণমূল ছেড়ে নিশিথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন এবং দিনহাটায় বেশ কিছু সাংগঠনিক ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসাধারণ। এই মর্মে সুরক্ষার স্বার্থে তিনি পেয়েছিলেন কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। তবে আজকের যোগদানের পরে তিনি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ছেড়ে দেবেন বলে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন। দিনহাটার বিভিন্ন সাংগঠনিক কাজে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ হয়েছিলেন এই জয়দীপ ঘোষ।
রাজনীতিতে কোন কিছুই স্থায়ী নয় সেটা আরো একবার প্রমাণ করে দিলো আজকের এই যোগদান পর্ব। সুতরাং সব মিলিয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে জয়দীপ ঘোষের তৃণমূলে ফিরে আসা দিনহাটায় বাড়তি অক্সিজেন দেবে বলেই দাবি তৃণমূল শিবিরের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊