শীতের সকালেও তৎপর ইডি, দমকল মন্ত্রীর বাড়িতে হানা

ED raid Sujit's home


শীতের সকালেও তৎপর ইডি। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধান নগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা। সুজিত বোস , বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা এমনটাই খবর।



কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরাও করে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পালা শুরু হয় বলে সূত্রের খবর। স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস আজ। সেই উপলক্ষে মন্ত্রী ও বিধায়কদের বহু জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় বাধার সৃষ্টি হলো ইডির তল্লাশি অভিযান।



পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস রায়ের বাড়িতে হানা ইডি-র। সূত্রের খবর, বউবাজারের বাড়িতে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। বিধায়কের অফিসেও তল্লাশি। জানা যাচ্ছে, ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছয় ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। চত্বর ছেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে।



কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার কোডনেমের তালিকা থেকে কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। তাই ইডির হানা।