একাধিক দাবিতে দিনহাটা রেল স্টেশনে ফের দাবিপত্র পেশ নাগরিক মঞ্চ ও রেল যাত্রী সমিতির
সংবাদ একলব্য, দিনহাটা:
দিনহাটা নাগরিক মঞ্চ ও কোচবিহার-দিনহাটা রেল যাত্রী সমিতির পক্ষে পুনরায় ডি. আর. এম. আলিপুরদুয়ার এর কাছে একটি দাবি পত্র পেশ করা হল। নতুন বছরের প্রথম দিনে দিনহাটা স্টেশন মাষ্টারের কাছে বামনহাটে নতুন পিট ও সিক লাইন এবং নিউ কোচবিহারের পিট ও সিক লাইনের কাজ দ্রুত শেষ করার আবেদন রাখা হয়। পিট ও সিক লাইনের কাজ হলে বামনহাট ও নিউ কোচবিহারে অনেক নতুন নতুন দূরগামী এক্সপ্রেস ট্রেন আনা সম্ভব হবে। বামনহাট শিলিগুড়ি জংশন (ফালাকাটা- নিউ ময়নাগুড়ি) দিয়ে প্যাসেঞ্জার ট্রেনটি পুনরায় চালু করার দাবি দীর্ঘদিনের।
এছাড়াও অফিস টাইমেও কোচবিহার দিনহাটা য় প্যাসেঞ্জার ট্রেন এর অভাব রয়েছে। নিউ কোচবিহার বামনহাট লাইনের বৈদ্যুতিকরন ও অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, সুতরাং বৈদ্যুতিকরন দ্রুত করা দরকার।এই সব দাবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও ন্যায্য দাবি পুনরায় করা হয়।
নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক ও প্যাসেঞ্জার এসোসিয়েশনের এর কনভেনর ড. রাজা ঘোষ বলেন "এর আগে দিনহাটা স্টেশনে ৫ বার, কোচবিহার স্টেশনে ১ বার ও ডি. আর. এম. আলিপুরদুয়ারের অফিসে ১ বার, ডি. আর. এম. মালদহ অফিসেও ১ বার এই সব দাবি গুলি দেওয়া হয়েছিল কিন্তু কোন সদর্থক ভূমিকা রেলের তরফে দেখা যায় নি। এই কারণে পুনরায় আমরা এই দাবি গুলি জমা করলাম ও দাবি পূরন না হওয়া অবদি এই রকমের চিঠি চাপাতি, স্মারক লিপি জমা ইত্যাদি ক্রমাগত দেওয়া হবে।"
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চয়ন সরকার, আরিফ হোসেন , আজিজুল হক, প্রদীপ দত্ত, শ্যামল সাহা ইত্যাদি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊