Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

Amartya Sen



বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জমি বিবাদ নিয়ে গত বছর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিশ দেয় বিশ্বভারতী। 



বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের আধিকারিক অশোক মাহাতর তরফে নোটিশে বলা হয় ৬ মে-র মধ্যে পৈর্তৃক ভিটে 'প্রতীচী'র উত্তর-পশ্চিম কোণ থেকে অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি খালি করে দিতে হবে। সেই নোটিশের বিরুদ্ধে বীরভূম জেলা দায়রা আদালতে আবেদন জানিয়েছিলন অমর্ত্যের আইনজীবীরা।



সেই মামলার শুনানিতে আজ আদালত অমর্ত্যের দাবিকেই বৈধতা দেয় বলে খবর। গত বছর ৮ অগাস্টই উচ্ছেদের ওই নোটিসের উপর স্থগিতাদেশ দেয় বীরভূম জেলা দায়রা আদালত। কোন নথির উপর ভিত্তি করে এই নোটিশ তা নিয়ে রিপোর্ট চায় আদালত। অবশেষে সওয়াল জবাব শেষে অমর্ত্যের দাবিতেই বৈধতা দিয়ে আদালত বলেই জানালো আইনজীবী।



বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমল জমি অমর্ত্যের পৈর্তৃক বাড়ি 'প্রতীচী'র মধ্যে ঢুকে রয়েছে। যদিও বিশ্বভারতীর দাবি খারিজ করে দেন অমর্ত্য। তাঁর দাবি ছিল, 'প্রতীচী'র জমি তাঁর বাবা কিনেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code