প্রশ্নপত্র দেওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইনভিজিলেটরদের করতে হবে একটি কাজ, জারি বিজ্ঞপ্তি


All Invigilators of every Center/Venue of Madhyamik Pariksha (SE) 2024 are directed that on all days of examination you are to announce to the examinees appearing from your allotted hall


Madhyamik 2024: এবছর বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ফিক্সিং শুরু। অর্থাৎ সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। একাধিক পরিবর্তন যেমন এনেছে পরীক্ষায় তেমনি কড়া ভাবে পরীক্ষা চালানোর ব্যবস্থাও নিয়েছে।


এবার প্রশ্নপত্রে QR Code যেমন থাকবে, সেই সাথে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে যা পরীক্ষার্থীদের উত্তরপত্রে লিখতে হবে।


উত্তরপত্রে কোশ্চেন বুকলেট নাম্বার লেখার আলাদা কোন জায়গা থাকবে না, তবে হয় রেজিস্ট্রেশন নাম্বারের পরে অথবা কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ তার পাশে ফাঁকা স্থানে লিখতে হবে। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক লিখতে হবে।


আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর প্রতিটি কেন্দ্রে ইনভিজিলেটরদের প্রশ্নপত্র বিতরণের আগে তার নির্দিষ্ট হলের পরীক্ষার্থীদের নিম্নে দেওয়া বক্তব্য অবশ্যই বুঝিয়ে ঘোষণা করে বলতে হবে-


“প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকানো অবস্থায় আছে, কেউ যদি কোনও পাতার ছবি তোলে তাহলে বোঝা যাবে কে ছবিটি তুলেছে এবং সেই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা সেই বছরের মতো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এই ধরণের ছবি থেকে পাতায় লুকিয়ে থাকা ক্রমিক নম্বর সহজেই বের করা যাবে, ফলে পরীক্ষার্থী নিজের করা এই ছবি তোলার মতো নিষিদ্ধ কাজ গোপন রাখতে পারবে না। পরীক্ষার্থীদের সাবধান করা হচ্ছে ও এই ধরণের প্রচেষ্ঠা করতে না করা হচ্ছে।”

All Invigilators of every Center/Venue of Madhyamik Pariksha (SE) 2024 are directed that on all days of examination you are to announce to the examinees appearing from your allotted hall