২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা
রামকৃষ্ণ চ্যাটার্জী, সংবাদ একলব্যঃ
১৯৯০ সালে অযোধ্যায় রাম মন্দির আন্দোলনে শামিল হয়েছিলেন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোডের অচলাবালা লেনের বাসিন্দা ব্যবসায়ী অভয় বার্ণওয়াল। আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল স্বাভাবিক ভাবেই খুশি ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় বার্ণওয়ালো ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন। তার দাবি, ১৯৯০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেছিলেন। আন্দোলন চলাকালীন তার পায়ে গুলি লাগে। তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফইজাবাদ সদর হাসপাতালে। সেখানে চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে উঠেন।
রামলালার মন্দির আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে । আর সেই আমন্ত্রণ পেয়ে আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল আগামী ১৯ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি রওনা হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊