YPTRC Exam Result 2023

শীতের আরম্ভে শীতল অভিনন্দন। সকলকে বড়দিন ও নতুন ইংরাজী বছরের অগ্রিম শুভেচ্ছা। আজ ১১ই ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE, মেধা পরীক্ষার ফল প্রকাশের জন্য আজকের কনফারেন্স। এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই এই পরীক্ষা শুভরাম্ভের উদ্যোক্তা CIRCLE সংস্থার CHIEF EXECUTIVE OFFICER ও MANAGING DIRECTOR এবং প্রতিষ্ঠাতা আরিফ হোসেন মহাশয়কে। গত ১১ই নভেম্বর ২০২৩ তারিখে কোচবিহার জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। মোট ১২টি সেন্টারে ১২ জন ইনচার্জ, ৮৫ জন ইনভিজিলেটর, ৪১ জন রিপ্রেজেন্টেটিভ, ২৪ জন এক্সটারনাল অফিসার, ৩ জন অফিস স্টাফ, ৬ জন ফ্লাইং অফিসার, ৩ জন অবজারভার এর নিপুন দক্ষতা ও সহযোগিতা আমাদের পরীক্ষাকে সফল ভাবে অনুষ্ঠিত করতে সাহায্য করেছে। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধ্যনবাদ জানাচ্ছি সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রুপ ডি স্টাফ ও ম্যানেজিং কিমিটিকে। সকলের সহযোগিতায় একেকটা সুন্দর সেন্টার আমরা তৈরি করতে পেরেছি।
আজকে পঞ্চম থেকে দ্বাদশ প্রতিটি শ্রেণির ফল প্রকাশ হবে। প্রথমেই আমরা জানাতে চাই যে সেন্টার গুলি হল, ওকড়াবাড়ী আলা বকস উচ্চ বিদ্যালয়, মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা, দিনহাটা সোনী দেবী জৈন উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, নাজিরহাট হর কুমারি উচ্চ বিদ্যালয়, বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়, ঝড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, ব্রহ্মনির চৌকি উচ্চ বিদ্যালয়, কোনাচাত্রা উচ্চ বিদ্যালয়, চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট উচ্চ বিদ্যালয়।
এখন সার্কেলের তরফে কিছু বিশেষ পুরষ্কার ঘোষণা করা হবে তারপর প্রতিটি ক্লাসের মেধা তালিকা প্রকাশ করা হবে।
সেরা সেন্টার সজ্জা, সেরা রিপ্রেজেন্টেটিভ, সেরা সহায়ক স্কুল, সেরা ছাত্র, সেরা বিদ্যালয়, সেরা সেন্টার এই সকল ক্ষেত্রে ঘোষণা করা হবে।
- সেরা সেন্টার সজ্জা – চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
- সেরা সহায়ক স্কুল – ব্রহ্মনির চৌকি উচ্চ বিদ্যালয়
- সেরা বিদ্যালয়- গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয়
- সেরা সেন্টার- সব ক্লাস মিলে উচ্চ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীর সেন্টার দিনহাটা সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়
- সেরা ছাত্রী- মাম্পি রায়, নাজিরহাট হরকুমারি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্রী
- সেরা রিপ্রেজেন্টেটিভ- তপন বর্মণ, সাহেবগঞ্জ
এবছর YPTRC পরীক্ষায় মোট ১৭৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছে তাদের মধ্য থেকে পরীক্ষায় উপস্থিত ছিল ১৭১৮ জন অনুপস্থিত ছিলেন ৬২ জন এবং একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। YPTRC পরীক্ষার ইতিহাসে প্রথম বার একজন ছাত্রের পরীক্ষা বাতিল করা হল।
বিশেষ দ্রষ্টব্যঃ ফল দেখার সময় রোল নম্বরের সামনে ০ থাকলে তা না দিয়ে চেক করবেন। উদাহরণ কারোর রোল নং 0105001 হলে তাকে দিতে হবে 105001
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊