Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা পর্ষদের, জারি বিজ্ঞপ্তি


a group of people sitting at desks in a room



হাতে মাত্র আর কিছুদিন, তারপরই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024)। আর তার ঠিক আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় পদক্ষেপ মধ্য শিক্ষা পর্ষদের।


আগামী বছর এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়, ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024)। আর তার আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর শোনালো। আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।


প্রতিটি শিক্ষার্থীর জীবনে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) অত্যন্ত গুরুত্বপূর্ন একটা অধ্যায়। প্রথমবার বোর্ডের পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। আর তাই তাদের পরীক্ষায় যাতে কোন অসুবিধা না হয়, এইজন্য একাধিক পদক্ষেপ নেয় শিক্ষা দপ্তর।


বিগত বছরের মতন এই বছরও মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ করা হবে। যাতে প্রতিটি পরীক্ষার্থী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।


ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপার (Madhyamik Test Paper 2024)। বিনামূল্যে সেই টেস্ট পেপার (Madhyamik Test Paper 2024) বিলির নির্দেশ জারি হল আজ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আজ একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্য সরকারের অধীনে থাকা সকল স্কুল ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের।

a paper with text on it



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শকদের এ বছরের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার (Madhyamik Test Paper 2024) পাঠানো হয়েছে। দ্রুততার সঙ্গে সেই সব টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে।


পর্ষদ অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষকদের অবিলম্বে বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী যাতে এই টেস্ট পেপারটি (Madhyamik Test Paper 2024) পান, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।